SM IT

আরাফার ময়দানে বিশেষ দোয়াঃ----

১/মাওলা আলী শেরে খোদা হতে বর্ণিত,নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি  এবং আমার পূর্বের সকল নবী- রাসূলের আরাফার ময়দানে অধিকতর দোয়া হচ্ছে --
"লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শরীকা লাহু,লাহুল মুলকু ওয়ালাহুল হামদু,য়ুহঈ ওয়া ইউমিতু, ওয়াহুয়া আলা কুল্লে সাইয়িং কাদীর।
আল্লাহুম্মাজআল ফী সাময়ী নূরান,ওয়া ফী বাসারী নূরান,ওয়া ফী ক্বালবী নূরান।
আল্লাহুম্মাসরাহলী ছদরী,ওয়া ইচ্ছির লী আমরী,ওয়া আউযু বিকা মিন ওছাভিছিচ ছাদরি,ওয়া তাসতীতিল আমরি,ওয়া আযাবিল ক্বাবরি।
আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন শাররি মা ইয়ালিজু ফিললাইলি,ওয়া মিন শাররি মা ইয়ালিজু ফিননাহারি,ওয়া শাররি মা তাহুব্বু বিহির রীহু, ওয়া শাররি বাওয়ায়িকিদ দাহরি"।( ইবনে আবি শাইবাহ)

২/ইবনে জুরাইজ হতে বর্ণিত, তিনি বলেন - রাসুলে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম  আদেশ করতেন আরাফায় যাতে মুসলমান  অধিকতর নিম্নর দোয়াটি পড়ে - "রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতান,ওয়া ফিল আখিরাতে হাসানাতান,ওয়া ক্বিনা আযাবান নার"।

৩/ হযরত জাবির ইবনে আব্দিল্লাহ রাঃ হতে বর্ণিত তিনি বলেন, রাসুলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন -কোনো মুসলিম আরাফার ময়দানে দাড়িয়ে  কিবলামুখী হয়ে নিম্নের বর্ণিত দোয়া /তাসবীহগুলো পড়ে -আল্লাহ তায়ালা ফেরেশতাদেরকে উদ্দ্যেশ্য করে বলেন - হে আমার ফেরেশতাগন! আমার এই বান্দার  প্রতিদান কি হতে পারে? যে  সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,আল্লাহু আকবর বললো,যে  আমার মহানত্ব,শ্রেষ্টত্ব বর্ণনা করলো,যে আমার পরিচিতি ও প্রশংসা করলো এবং আমার নবীর উপর দরুদ শরীফ পাঠ করলো?! হে আমার ফেরেশতাদল! তোমরা স্বাক্ষী থাকো আমি আল্লাহ ঐ বান্দাকে ক্ষমা করে দিলাম। আমি তার স্বীয় সুপারিশ কবুল করলাম আর সে যদি আহলে মাওক্বফ তথা উপস্হিত আরাফাহ বাসির জন্য সুপারিশ করে আমি আল্লাহ সকলে হক্কে  তার সুপারিশ গ্রহণ করবো। আর দোয়াটি হচ্ছে -"লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াহদাহু লা শরীকা লাহু,লাহুল মুলকো ওয়ালাহুল হামদু,ওয়াহুয়া আ'লা কুল্লি সাইয়িং ক্বাদীর"১০০বার,সূরাহ ইখলাস বা কুল হুওয়াল্লাহু আহাদ ১০০ বার,এর পর "আল্লাহুম্মা  সাল্লি আ'লা মুহাম্মদ,কামা সাল্লাইতা আ'লা ইব্রাহিম ওয়া আ'লা আলে ইব্রাহিম,ইন্নাকা হামিদুম মাজীদ,ওয়া আলাইনা মা'য়াহুম"১০০ বার
(শুয়াবুল ঈমান,ইমাম বাইহাকী)

৪/ হাদিস শরীফের আলোকে ইমামগণ বলেছেন,হাজ্বী সাহবান আরাফাতে অবস্থান কালে নিম্নের  তাসবিহগুলো পড়তে পারেন - সুবহানাল্লাহ ১০০বার,আলহামদুলিল্লাহ ১০০বার,আল্লাহু আকবর ১০০বার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০ বার এবং ইস্তিগফার ১০০ বার। এর দরুদ শরীফ পড়ে দোয়া করবেন।

Post a Comment